শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

মামুদপুর ইয়ুথ সোসাইটির খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : করোনা মহামারীতে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে দরিদ্র অসহায় মানুষ। যারা জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছেন কিন্তু কাজ পাচ্ছেন না। ঘরের বাইরে বের হবার কারণে একদিকে তারা যেমন করোনা ভাইরাস বহনের ঝুঁকিতে রয়েছেন ঠিক তেমনি পরিবার নিয়ে রয়েছেন খাবারের সংকটে। এসব অসহায় মানুষের পাশে দাড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মামুদপুর ইয়ুথ সোসাইটি।

 

বুধবার (১ এপ্রিল) দুপুরে ফতুল্লার কুতুবপুর ১ নং ওয়ার্ডের মামুদপুর সাধুমাদবর এলাকায় সংগঠনের পক্ষ থেকে ২০০ পরিবারকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, পাঁচ কেজি চাল, তিন কেজি আলু, এক কেজি তেল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, দুই কেজি আটা, আধা কেজি লবণ এবং একটি সাবান।

 

খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে ছিলেন, কুতুবপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জিএম. আমিন হোসেন সাগর। 

 

উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক রুহুল আমিন, পুলিশ কর্মকর্তা মো. নূরুজ্জামান, ব্যাংকার মো. জামাল উদ্দিন, ব্যবসায়ী রাজা মিয়া, সাংবাদিক আবুল হাসান, মামুদপুর ইয়ুথ সোসাইটির উপদেষ্টা কে এম সামসুজ্জামান বুলু, সভাপতি ওমর আলী মিঠু, সাধারণ সম্পাদক আনোয়ার আজিম, অর্থ সম্পাদক ওমর ফারুক  প্রমুখ। 

এই বিভাগের আরো খবর