শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসী মালিককে ১ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দর উপজেলার গকুল দাশেরবাগ এলাকার হেলথ ফার্মেসীতে নিম্নমানের মিস ব্রান্ডেড ওষুধ বিক্রয়, ফ্রিজিং ঔষধ খোলা স্থানে রাখার অপরাধে এর মালিককে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডপ্রাপ্ত  ফার্মেসীর  মালিকের নাম মো. মোশাররফ হোসেন। সে ওই এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাতুন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

 

সূত্র জানায়, কিছু অসাধু ফার্মেসীর মালিক দীর্ঘদিন ধরে উপজেলার সাধারণ মানুষের মাঝে নিম্নমানের, মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ঔষধ বিক্রির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভুমি) আফিফা খাতুনের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা উপজেলার হেলথ ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন। এ সময় নিম্নমানের মিস ব্রান্ডেড ওষুধ বিক্রয়, ফ্রিজিং ঔষধ খোলা স্থানে রাখার অপরাধে হেলথ্ ফার্মেসীর মারিককে ১ বছরের কারাদ- প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ জব্দ করেন। পরে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত ঔষধ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

 

অভিযানের সত্যতা নিশ্চিত করে বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাতুন জানান, নিম্নমানের মিস ব্রান্ডেড ওষুধ বিক্রয় ও ফ্রিজিং ঔষধ খোলা স্থানে রাখার অপরাধে ঔষধ বিক্রেতাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

ধামগড় ফাঁড়ির এসআই নাহিদ মাসুম ও এএসআই কামরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর