শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ভাষা আন্দোলন থেকেই ৭১’রে আমরা বাংলাদেশ পেয়েছি : মন্ত্রী গাজী

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, আন্তর্জাতিকভাবে আজ বাংলা ভাষা স্বীকৃত। সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদায় এ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। এর চেয়ে গৌরবের আর কী হতে পারে ?


তিনি বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টা ও আওয়ামী লীগ সরকারের উদ্যোগের ফলেই ইউনেস্কো মহান ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।


বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৫২’র ভাষা শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন আয়োজিত প্রভাত ফেরি, আলোচনা সভা ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, ২১ ফেব্রুয়ারি ১৯৫২ সালে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন তারা এই বাংলার অমর সন্তান। পাকিস্তানি শাসকগোষ্ঠির বুলেটে ছিন্নভিন্ন হয়ে যাওয়া সেই রক্তাক্ত স্মৃতি আমরা আজও স্মরণ করি, ফুলে  ফুলে সাজিয়ে দেই তাদের কবর এবং তাদের স্মরণে নির্মিত শহীদ মিনার।


তিনি আরও বলেন, ভাষা  সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। বায়ান্ন’র ভাষা আন্দোলনে যদি ভাষা সৈনিকেরা ঝাঁপিয়ে না পড়ত তাহলে আমাদের উর্দু ভাষাতেই কথা বলতে হতো। বায়ান্ন’র বাংলা ভাষা থেকেই আমরা ৭১’র স্বাধীন বাংলার সাধ পেয়েছি, বায়ান্ন’র বাংলা ভাষা আন্দোলন থেকেই ৭১’রে আমরা বাংলাদেশ পেয়েছি।’


এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাহেদ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রীতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুমসহ অনেকে উপস্থিত ছিলেন।


পরে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া সরকারি কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।


এছাড়াও তিনি উপজেলার মুড়াপাড়ার দড়িকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

এই বিভাগের আরো খবর