শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ভাদ্রের সন্ধ্যায়

প্রকাশিত: ২০ জুলাই ২০১৯  

কখনো দূর হতে
বুকের চিহ্ন মুখস্থ করে,
বাইপাস সড়ক ধরে
মুখের নিয়মিত পলাতক কসরত দেখে,
আঁতকে ওঠে প্রাণ!

 

আমি গিয়েছিলাম সুখের খবর নিতে
নিশ্বাসে আর বিশ্বাসে আমাকে বেঁধে ফেলে,
ভাদ্রের সন্ধ্যা সেতো অজানা এক নাম।

 

কাছ থেকে শুনতে গিয়ে ঐ রকম
মহুয়ার ডাক, সব দেখি হিজল আর নক্ষত্রের বিলাপ !


মিলন মাহমুদ