শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

বালু নদীতে ডুবল পিকনিকের ট্রলার

প্রকাশিত: ১৭ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে বালু নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে পিকনিকের প্রায় ২০ যাত্রী আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার সদর ইউপির ইছাপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- হোসেন, বারেক, নয়ন, সুব্রত, সাব্বির, ফরহাদ, হৃদয়, রিফাত. জয়, সবুজ, নয়ন, বিপ্লব, জুয়েল, সাজিদ, মানিক, সোহান, মামুন, সৌরভ, রাহাতসহ ২০ জন। 

রূপগঞ্জ থানার এসআই আমিনুর রহমান জানান, সোমবার সকালে রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশেনের ৫নং ওয়ার্ডের খিলগাঁও থানাধীন বালুর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ২০ জন শিক্ষার্থী নিয়ে একই এলাকার হোসেন মিয়া, বারেক, নয়নের নেতৃত্বে পিকনিকের আয়োজন করা হয়।

দুপুরে বালু নদীতে ট্রলার নিয়ে রূপগঞ্জের সদর ইউপির ইছাপুরা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি পানিতে তলিয়ে যায়।

এসআই আরো জানান, এসময় পানিতে ডুবে আহত হয় ২০ জন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রির্পোট লিখা পর্যন্ত ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার হয়নি। 


 

এই বিভাগের আরো খবর