শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

বাবা-মাকে সম্মানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়: ডিসি

প্রকাশিত: ২১ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিদায়ী জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেছেন, পৃথিবীর মধ্যে সেরা পীর হলো বাবা-মা। বাবা-মাকে সম্মানের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। বাবা-মায়ের সন্তুষ্টি না থাকলে কোন কাজেই সাফল্য আসে না।


শুক্রবার (২১ জুন) বিকালে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা প্রশাসক রাব্বী মিয়াকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। 


জেলা কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগমের সার্বিক তত্ত্বাবদায়নে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা মহিলা সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক রাব্বী মিয়ার সহধর্মীনি নাজমুন নাহার। 


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি বাবু চন্দন শীল, মনোয়ারা সুরুজ, লাইব্রেরিয়ান মোশারফ হোসেন, বিখ্যাত সংগীত শিল্পী আবুল সরকার প্রমুখ।


এ সময়ে প্রধান অতিথির বক্তব্যে নাজমুন নাহার বলেন, জেলা প্রশাসক রাব্বী মিয়া পদোন্নতি হয়ে জেলা ছেড়ে চলে যাবে। আমার মনে হয় তাকে আপনারা কোন দিন ভুলবেন না। কারন তার কথার আপনাদের হৃদয় কেড়েছে।
 

এই বিভাগের আরো খবর