শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বসন্তে হাতেখড়ি

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২০  

পুড়ে যাচ্ছে, খাক হয়ে যাচ্ছে স্মৃতিপট
ছাইয়ের আবরণে ঢেকে গিয়েছে জমানো
রিল, অতলের প্রিয় চিহ্ন ও মুখের বসন্ত দাগ...

 

একটা গোলাপের কীটদষ্ট রূপ দেখে
পিচ ঢালা পথের পৃষ্ঠায় প্রতিবিম্বত হয়
রৌদ্রের রং, তার ভিতর দস্যিপনার মিছিল।

 

এবং শিমুলের কোয়া থেকে ঝরে রক্তাম্বর চিঠি
কোনো এক ফাল্গুন নিঃসঙ্গতার হাতেখড়ি নেয়,

করতলস্থ ছুঁয়ে উত্তর দেয় গোপন তমসাময় সকালে...


মিলন মাহমুদ