শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে সড়ক দূর্ঘটনায় কাভার্ডভ্যান হেলপার নিহত, চালক আটক

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে সড়ক র্দূঘটনায় কাভার্ডভ্যান হেলপার ইয়াছিন (১৮) নিহত হয়েছে। রোববার (৮ ডিসেম্বর) রাতে বন্দর থানাধীন ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ মেগাসিটি পাম্পের সামনে এ র্দূঘটনাটি ঘটে। 

এ ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ কুমিল্লা জেলার দাউদকান্দী থানার পালপাড়া এলাকার মৃত আবুল হাশেম মিয়ার ছেলে কভার্ড ভ্যান চালক ইব্রাহিম (৫০)কে আটক করেছে। 

নিহত হেলপার ইয়াছিন একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে। এ ব্যাপারে নিহত হেলপারের চাচা ইউসুফ বাদী হয়ে বন্দর থানায় সড়ক র্দূঘনা আইনে মামলা দায়ের করেন। যার মামলা নং- ১০(১২)১৯ ধারা- ২৭৯/৩০৪ খ পেনাল কোড। 

জানা গেছে, রোবাবার রাতে কভার্ড ভ্যান চালক ইব্রাহিম ও হেলপার ইয়াছিন মিয়া বন্দর থানার কেওঢালা মেগা সিটি পেট্রোল পাম্পের সামনে তাদের ব্যবহৃত চট্রগ্রাম মেট্রো ট ১১-৮৮০৭ নাম্বারে কভার্ড ভ্যান থামিয়ে চায়ের দোকানে চা পান করছিল। 

ওই সময় হেলপার ইয়াছিন চা পান করে কভার্ড ভ্যানের সামনে এসে দাঁড়ায়। ওই সময় অজ্ঞাত গাড়ীর অপর একজন চালক অজ্ঞাত গাড়ী নিয়ে বেপরোয়া গতিতে চট্রগ্রামের দিকে চালিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে পাকিংকৃত কভার্ড ভ্যানকে সজোরে ধাক্কা মারে। 

ওই সময় কভার্ড ভ্যানের সামনে দাড়িয়ে থাকা হেলপার ঘটনাস্থলেই নিহত হয়। এ ব্যাপারে নিহত হেলপারের চাচা বাদী হয়ে  বন্দর থানায় মামলা দায়ের করে। এ রির্পোট লেখা পর্যন্ত আটকৃত কভার্ড ভ্যান চালককে আজ সোমবার সকালে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা  হবে বলে থানা সূত্রে আরো জানা গেছে।
 

এই বিভাগের আরো খবর