শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে শ্রমিক নির্যাতনের ঘটনায় আ’লীগ নেতার বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে তারাকাটা ফ্যাক্টরির শ্রমিক কামরুজ্জামান (৩২) কে শারীরিকভাবে নির্যাতনের পর অচেতন করার ঘটনায় কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে নির্যাতিত শ্রমিকের বড় ভাই মনিরুজ্জামান বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। 


জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেনের মালিকানাধীন একটি তারাকাটা ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ নেয় কান্দিপাড়া এলাকার রহিম উদ্দিন মিয়ার ছেলে কামরুজ্জামান (৩২)। গত ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় ফ্যাক্টরির ৩টি মেশিন নষ্ট হয়ে যাওয়ার উৎপাদন বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে মালিক আক্তার হোসেন উল্লেখিত প্রতিষ্ঠানে এসে কামরুজ্জামানকে অকথ্য ভাষায় গালাগাল করে। এক পর্যায়ে কামরুজ্জামানকে ফ্যাক্টরির ভিতরে বেদম পিটিয়ে অচেতন করে ফেলে। 


পরে অন্যান্য শ্রমিকরা মুর্মূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ঢাকার স্যার সলিমুল্লা হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় নির্যাতিত শ্রমিকের বড় ভাই স্থানীয়ভাবে বিচার চেয়ে ব্যার্থ হয়। পরে তিনি বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আক্তার হোসেনের পলাতক রয়েছে। 


এ ব্যাপারে নির্যাতিত শ্রমিেেকর বড় ভাই মনিরুজ্জামান জানান, আমরার ছোট ভাইয়ের অবস্থায় আশংকাজনক। সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। মামলা তু নেওয়ার জন্য আমাদের হুমকি দামকি অব্যাহত রেখেছে। তার ভয়ে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবিসহ তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।  

এই বিভাগের আরো খবর