শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা সংবাদ, থানায় জিডি

বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মে ২০২০  

নারায়ণগঞ্জের বন্ধকৃত স্থানীয় পত্রিকা ‘কালের কথা’র নামে একটি ভুয়া আইডি ব্যবহার করে স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে মানহানী করার ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে পত্রিকার প্রকাশক কাজিম আহাম্মেদ বাদী হয়ে বন্দর থানায় এ জিডি দায়ের করেন। 

 

জিডি সূত্রে জানা গেছে, গত ২৮ মে (বৃহস্পতিবার) রাতে কালের কথা নামে একটি ভূয়া আইডি ব্যবহার করে কে বা কারা বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর দুলাল প্রধান, মহানগর আওয়া মীলীগ নেতা হুমায়ন কবির মৃধা ও বন্দর থানা  ছাত্রলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে মাদকের সাথে জড়িত থাকার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মিথ্যা সংবাদ ভাইরাল করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি কুচক্রীমহল স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতাদের নিকট কালের কথা প্রকাশক ও সম্পাদক কাজিম আহাম্মেদকে হেয় প্রতিপন্ন করার জন্য এই মিথ্যা সংবাদটি ভাইরাল করে। আমি এর তীব্র নিন্দা জানাই।

এই বিভাগের আরো খবর