শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ সরদার আর নেই

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ সরদার (৭০) আর নেই। ইন্নালিল্লাহী........ রাজিউন। সোমবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় ঢাকা সোরওয়ারর্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন। 


বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদের সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান মরহুম বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ সরদারের কফিনে পুষ্পস্তবক অপর্ন করেন। এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক হানিফসহ সঙ্গীয় র্ফোস বীরমুক্তিযোদ্ধা মরহুম শহিদুল্লাহ সরদারকে  র্গাড অফ অনার প্রদর্শন করে। প


রে ওই দিন বাদ আসর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নস্থ কল্যান্দী ঈদগাহ মাঠে জানাযা শেষে আদমপুর কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় লাশ দাফন সম্পর্ন করা হয়। 


উল্লেখ্য, গত ১ সপ্তাহ পূর্বে বীরমুক্তিযোদ্ধা শহিদুল্লাহ সরদার বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা সোরওয়ারর্দী হাসপাতালে ভর্তি হয়। পরে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন তিনি। 
 

এই বিভাগের আরো খবর