শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

বন্দরে নাশকতা মামলায় যুবদল কর্মী গ্রেফতার

প্রকাশিত: ২১ জুলাই ২০১৮  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে নাশকতা মামলায় যুবদল কর্মী মোমেন (৩০)কে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। শুক্রবার রাতে বন্দর থানার কড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৭(২)১৮। গ্রেপ্তারকৃত যুবদল কর্মী মোমেন বন্দর উপজেলার ফুলহর এলাকার শহীদুল্লাহ মিয়ার ছেলে।

 

নাশকতা মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর ফাঁড়ী উপ-পরিদর্শক মোহাম্মদ আলী জানান, গত ৪ ফেব্রুয়ারী ভোর ৫টা ৪০ মিনিটে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দূর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বন্দরে বিএনপি ও জামায়াতের লোকজন ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টি করে।

 

এতে পুলিশ বাধা প্রদান করলে বিএনপি জামায়াত নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করে।  এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামী করে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

 

পুলিশ এ মামলায় যুবদল কর্মী মোমেনকে সনিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার করে ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে।

 

এই বিভাগের আরো খবর