শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালনে প্রস্তুতি সভা

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : ৪১ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারী) বিকেল ৩টায় বন্দর উপজেলা সভাকক্ষে এ প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। 


বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফিফা খান, বন্দর থানা অফিসার ইনর্চাজ মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ,ক,ম নূরুল আমিন, বিজ্ঞানী আজাদ খান, বন্দর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন,  হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলহাজ¦ আহাম্মদ হালিম মজহার, বিশ^নবী (সঃ) ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মির ইয়াইয়া,  হাজী ইব্রাহিম আলম চাঁন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিষয়ক শিক্ষক আরিফুন নাহার রুজি প্রমুখ। 


প্রস্তুতি মূলক সভায় বক্তারা বলেন,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ প্রতিবারের ন্যায় এবারের মূল প্রতিপাদ্য হলো জরবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞানকে জনপ্রিয় করার উদ্দেশ্যে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য প্রতিযোগিতার মাধ্যমে প্রণোদনা সৃষ্টির প্রয়াস এবং বিজ্ঞান র্চচাকে মানুষের দোড়গোড়ায় পৌছে দেওয়ার উদ্যোগ গ্রহন করা হয়।
 

এই বিভাগের আরো খবর