শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

বন্দরে কোচিং সেন্টার রেখে দৌড়ে পালালেন শিক্ষকরা

প্রকাশিত: ২২ মার্চ ২০২০  

বন্দর (যুগের চিন্তা ২৪) : বন্দরে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কোচিং সেন্টার রেখে দৌঁড়ে পালিয়ে গেলেন শিক্ষকরা। ২২ র্মাচ (রোববার) দুপুরে বন্দর  উপজেলার চর-ইসলামপুর এলাকার সামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। সম্প্রতি করোনা ভাইরাসের কারণে স্কুল ও কোচিং সেন্টার সমূহ বন্ধ ঘোষণা করা হয়।

 

কিন্তু স্কুল বন্ধ থাকলে ও কিছু বিদ্যালয়ে সরকারের নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু রাখা হয়। রোববার ওই সব  কোচিং সেন্টারে হানা দেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত। এ সময় বন্ধ করে দেয়া হয় ৩ টি কোচিং সেন্টার।   


বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার জানান, স্কুল ও কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করা হলেও কিছু বিদ্যালয়ে কোচিং চলছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার বন্দরের সামসুজ্জোহা স্কুল সহ ৩ টি কোচিং সেন্টারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ৩ টি কোচিং সেন্টার বন্ধ কওে দেয়া হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ে কোচিং সেন্টার পরিচালনা কালে সেখানে উপস্থিত হন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে কোচিং সেন্টার পরিচালনাকারী শিক্ষকরা দৌড়ে পালিয়ে যান।  
 

এই বিভাগের আরো খবর