শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বন্দরে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ৩১ মে ২০২০  

বন্দরে গ্যাসের চুলায় রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকালে ঢামেক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত ২৮ মে রাতে বন্দরের রামনগর এলাকায় এ অগ্নিদগ্ধের ঘটনা ঘটে। সুলতানা বেগম ওই এলাকার আফজাল মিয়ার স্ত্রী এবং দুই সন্তানের জননী। 

 

এলাকাবাসী আরো জানায়, রান্নাঘরের চুলার গ্যাসের লিকেজ থেকে গ্যাস নির্গত হয়ে জমা হয় । ওই সময় গৃহবধূ গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পরলে গৃহবধূ সুলতানা বেগম অগ্নিদগ্ধ হয়। এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে মুর্মূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে। পরে ২ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে গত ২৯ মে (শুক্রবার) সকালে সে মৃত্যু বরণ করে।  

এই বিভাগের আরো খবর