শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে বিআরটিসি’র চালক শ্রমিকদের আন্দোলন

প্রকাশিত: ২২ জুন ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ১৬ মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে মাঠে নেমেছেন বিআরটিসি’র চালকÑশ্রমিক।  শনিবার (২২ জুন) সকাল ৭ টা থেকে খানপুর ডিপোতে শ্রমিকরা আন্দোলন শুরু করে । 


বাস চালক শ্রমিকদের একজন জানান, তাদের ১৬ মাসের বেতন বকেয়া পড়ে আছে । বেতন বকেয়া থাকার জন্য তারা আন্দোলন নেমেছে। 


দুপুরে প্রধান কার্যালয় থেকে ডিজিএম অপারেশন মনিরুজামান বাবু ঘটনাস্থলে এসে আগামীকাল রোববার ৩ মাসের বকেয়া পরিশোধ করার আশ্বাস  দিলে শ্রমিকরা আন্দোলন তুলে নেয় । 


আন্দোলরত শ্রমিকরা জানান আগামীকালকে যদি ৩ মাসের  বকেয়া বেতন পরিশোদ না প্রদান করে তাহলে । তারা আবারো আন্দোলনে নামবে। 


এই বিষয় ডিপোর ডিজিএম ফিন্যান্স আমজাদ জানান, এটা আন্দোলন না ওদের বেতনের সমস্যা চলছিলো । আমাদের গাড়ি কম ছিলো তাই ওদের বকেয়া পড়েছিলো। সেই বকেয়ার দাবি জানিয়েছিলো তারা। আগামীকাল থেকে ওনাদের বকেয়া বেতন পরিশধ করা শুরু করে দিবো ।


সরকার এই মাস থেকে নতুন ১৫ টি গাড়ি দিয়েছে। এগুলো চালালে আর বকেয়া থাকবে না। 
 

এই বিভাগের আরো খবর