শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ফতুল্লায় ৩টি ফার্মেসীকে ৬০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার : ফতুল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ফার্মেসীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বেশ কিছু অবৈধ ঔষধ পুড়িয়ে ধ্বংস করেছে আদালত।

 

বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা আক্তার ও মো.আজিজুর রহমান এনায়েতনগর ও পঞ্চবটি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। 


জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো.ইকবাল হোসেন জানান, জেলা ও ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে সরকারী ঔষধ, ফুড সাপ্লিমেন্ট, মিস ব্যান্ডেড ঔষধ এবং চিকিৎসকদের নমুনা ঔষধ সংরক্ষণ করার অপরাধে পঞ্চবটিস্থ বিনিময় ফার্মেসীকে ৩০ হাজার এবং নবীনগর ফার্মেসীকে ১০ হাজার এবং জনতা ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  এসময় ৭০ হাজার টাকা মূল্যের অবৈধ ঔষধ ধ্বংস করা হয়।


তিনি আরো জানান, অবৈধ ঔষধ বিক্রির বিরুদ্ধে ফার্মেসীগুলোতে অভিযান চলমান থাকবে।  
 

এই বিভাগের আরো খবর