শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

ফতুল্লায় সাংবাদিকদের ছবি তুলতে বাধা ও হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২০  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : ফতুল্লা মডেল থানায় গ্রেপ্তারকৃত আসামি আনিসুর রহমান শ্যামল আদালতে নেওয়ার সময় সাংবাদিকরা ছবি তোলার সময় বাধা ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সাংবাদিক রাকিব চৌধুরী শিশির বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে মামলা দায়ের করে। ঘটনার সময় দুপুরেই লিটন নামে একজনকে আটক করে পুলিশ।


গ্রেপ্তার শ্যামলের ছবি তোলার জন্য সংবাদকর্মীরা ফতুল্লা মডেল থানায় অবস্থান করলে তার লোকজন সংবাদকর্মীদের সঙ্গে অশোভন আচরণ করে মারধরসহ ক্যামেরা ভাংচুর করে। তবে ধর্ষণ মামলার আসামিকে থানা থেকে আদালতে পাঠাতে আসামিপক্ষের লোকদের পাঠানো গাড়ি ব্যবহার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।


ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন বলেন, এঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সময়  লিটন  নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর