শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ফতুল্লায় লবণ নিয়ে লঙ্কাকাণ্ড, গুজবের পিছনে ছুটছে সবাই

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৯  

ফতুল্লা (যুগের চিন্তা ২৪) : হঠাৎ করে লবণশূন্য হয়ে পড়েছে ফতুল্লাসহ আশেপাশের মহল্লার খুচরা দোকানগুলোতে। লবণের দাম কেজি প্রতি ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে এমন গুজবে ক্রেতারা হুমড়ি খেয়ে লবণ কিনতে শুরু করেন।


মঙ্গলবার (১৯ নভেম্বর) দিনভর গুজব ছড়ালেও সন্ধ্যার পর থেকে তা মহামারী আকারে ছড়িয়ে পড়ে। ফলে ক্রেতাদের সামাল দিতে দোকানীদের বেগ পেতে হয়। 


অভিযোগ রয়েছে, বিভিন্ন এলাকাভিত্তিক ছোট ছোট দোকানগুলোর ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে লবণ বিক্রি বন্ধ করে দেন। এতে করে গুজব আরও ডানা মেলে। বিকাল ৪টার পর থেকে ফতুল্লার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, বড় কিংবা ছোট কোনো দোকানেই লবণের মজুদ নেই।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এ ধরনের গুজব কেউ ছড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


নাম প্রকাশে অনিচ্ছুক ফতুল্লা বাজারের এক মুদি দোকানদার বলেন, লবণের দাম বাড়ার গুজবে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়েন। একেকজন ২ থেকে ৫ কেজি করে লবণ কিনে নিয়েছেন। মাত্র ২ থেকে ৩ ঘণ্টার ব্যবধানে দোকানের সকল লবণ শেষ হয়ে যায়।পূর্বনির্ধারিত ৩৫ টাকা দামে লবণ বিক্রি করেছি। গুজব এমন ডালপালা মেলেছে, শিক্ষিত, অর্ধশিক্ষিত সকল শ্রেণির মানুষ লবণ কিনতে ভিড় করছেন। অনেকে মোটর সাইকেল কিংবা সিএনজি অটোরিকশা করে দূর-দূরান্ত থেকে এসে লবণ কিনছেন।


তিনি আরও বলেন, ক্রেতারা কোথা থেকে যেন শুনেছেন লবণের দাম বেড়ে প্রতি কেজি ১০০ থেকে ১৫০ টাকায় দাঁড়িয়েছে। ফলে তারা পেঁয়াজের মতো দাম বাড়ার আগেই নিত্যপ্রয়োজনীয় অত্যাবশকীয় এ উপকরণ কিনতে চান।


স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতা বলেন, সরকারবিরোধী একটি কুচক্রী মহল দেশের উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে আড়াল করতে গুজব ছড়িয়ে সাধারণ মানুষকে বিক্ষুব্ধ করতে চাচ্ছে। দেশের শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এসব মিথ্যা বানোয়াট অপপ্রচারের আশ্রয় নিয়েছে একটি রাজনৈতিক মহল।


ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (আইসিপি) আজগর হোসেন বলেন, গুজব সৃষ্টিকারীদের আইনের আওতায় আনা হবে। খোঁজ নিয়ে জেনেছি, লবণের দাম বাড়েনি, কেউ লবণের দাম নিয়ে কারসাজি যাতে না করে। এরপরও কোন ব্যবসায়ী গুজবে কান দিয়ে কারসাজি করলে তাদের আইনের আওতায় আনা হবে।

এই বিভাগের আরো খবর