শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ফতুল্লায় রিক্সা চালকদের খাবার বিতরণ করলেন শ্রমিক নেতৃবৃন্দ

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : করোনা ভাইরাসের কারণে ফতুল্লার বিভিন্ন এলাকতার রিক্সা চালকদের মধ্যে দৈন্যদশা দেখা দিয়েছে। অনেকে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। 


বুধবার (১ এপ্রিল) দুপুরে ফতুল্লার আলীগঞ্জসহ বিভিন্ন সড়কে রিক্সা চালকদের হাতে রান্না করা খাবার তুলে দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়নের (রেজি নং-৩৭৩২) নেতৃবৃন্দ।


রিক্সা চালকদের বিভিন্ন দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে থাকেন নারায়নগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক  ইউনিয়ন। দুর্ঘটনা কবলিত রিক্সা চালকদের এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সময় আর্থিক সহায়তাও করা হয়ে থাকে। 


এ ব্যাপারে সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হাওলাদার বলেন, রিক্সা চালকদের অধিকার আদায়ে সংগঠন বদ্ধ পরিকর। করোনায় রিক্সা চালকরা যাতে কষ্ট না করে সেজন্য তাদের হাতে আগামী কয়েক দিনের মধ্যে ত্রাণ সহায়তা দেয়া হবে। 

এই বিভাগের আরো খবর