শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক ধারণা দেয়া হয় না.গঞ্জ গার্লস স্কুলে

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০১৯  

শহর প্রতিনিধি (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের পক্ষ থেকে এক ঘন্টা ব্যাপী প্যালিয়েটিভ কেয়ার সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার (১৭ এপ্রিল) উক্ত অনুষ্ঠানের আওতায় প্রচারণার মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ার রোগীর সেবার মান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি, পারস্পরিক যোগাযোগ উন্নয়ন ও সহযোহগিতা বৃদ্ধির লক্ষ্যে একাদশ শ্রেণীর ১০৫  জন ছাত্রীকে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক ধারণা দেওয়া হয়।


'মমতাময় নারায়ণঞ্জ' প্রকল্পটিতে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (ঘঈঈ), ইউকে এইড (টক অওউ) ও ওয়ার্ল্ড ওয়াইড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স (ডঐচঈঅ)-এর সহায়তায়  এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (ইঝগগট), সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার (ঈচঈ) এর পরিচালনায় মমতাময় নারায়ণগঞ্জ  প্রকল্পটি , নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিরাময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত রোগীদের যন্ত্রণা ও ভোগান্তি লাঘবে সেইসব রোগীদের সেবা প্রদানে কাজ করে যাচ্ছে।


পৃথিবীতে বর্তমানে ৬৭ ভাগ নন কমিউনিকেবল ডিজিজ বিস্তার লাভ করেছে, এ ধরনের নিরাময় । অযোগ্য রোগে আক্রান্ত মানুষ ও তাদের পরিবারে সেবা সর্ম্পকে বিজ্ঞান সম্মত সার্বিক সেবার নামই প্যালিয়েটিভ কেয়ার। 


নির্দিষ্টভাবে রোগ নিরাময়ের কোন চিকিৎসা না থাকলেও কষ্ট বা ভোগান্তি কমানোর অনেক উপায় আছে। এইসব রোগীর কষ্ট বা ভোগান্তি কমিয়ে রোগী ও তার পরিবারে জীবনের মান বাড়ানোর উদ্দেশ্য নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন চালু হয়েছে প্যালিয়েটীভ কেয়ার সেবা। 


উক্ত অনুষ্ঠানে সফল করতে সহযোগীতা করেন, অধ্যক্ষ শীতল চন্দ্র দে (নারায়ণগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ), রিপন চন্দ্র দে, মাহমুদা সুলতানা, লিপি পোদ্দার।


মমতাময় নারায়ণগঞ্জ-প্রকল্পের পক্ষ্য থেকে উপস্থিত ছিলেন, ডা: নাদিয়া সুলতানা (মেডিক্যাল অফিসার), মো: সাইফুল হক সাইফ (ফিল্ড কো-অর্ডিনেটর), মো: শফিকুজ্জামান সৈকত (রিসার্চ অফিসার), আরিফা আনজুম (সিনিয়র নার্স), মো: আনিসুর রহমান (এ্যাডমিন এ্যাসিসন্টে), লিজা আক্তার (প্যালিয়েটিভ কেয়ার এ্যাসিসন্টেট), মো: মেহেদুল হাসান (প্যালিয়েটিভ কেয়ার এ্যাসিসন্টেট)।


আরও উপস্থিত ছিলেন-তাওসিফ, ঝুমুর, দ্বীপমালা, আরাফাত, নাহিদ (প্যালিয়েটিভ কেয়ার স্বেচ্ছাসেবক), বিজয় ( বিডি ক্লিন প্রধান সদস্য), আতিকুর রহমান লিখন (এডুকেশন নিউজ স্টাফ কো-রেসপন্ড )।


ইতোমধ্যে প্রকল্প হতে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে  প্রায় পাঁচশতাধিক ছাত্র-ছাত্রীকে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক এক ঘন্টা ব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠান পরিচালনা করা হয়। 


শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখ যোগ্য- বেগম রোকেয়া খন্দকার পৌর হাই স্কুল, আদর্শ গার্লস স্কুল এন্ড কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, গণবিদ্যা নিকেতন উচ্চ বিদ্যালয়, জয়গোবিন্দ হাই স্কুল।
 

এই বিভাগের আরো খবর