শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

কাল জেএসসি ও সমমানের পরীক্ষা : অংশ নিচ্ছে ৫০হাজার পরীক্ষার্থী

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আগামীকাল বুধবার (১ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) ও ভোকেশনাল পরীক্ষা । এ পরীক্ষা ১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে।

জেলা শিক্ষা শাখা সূত্রে জানা যায়, এ বছর  নারায়ণগঞ্জ জেলায় ৪৬টি কেন্দ্রে  জেএসসি, জেডিসি  ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেএসসি পরীক্ষার  কেন্দ্র ২৬টি কেন্দ্র,  জেডিসির পরীক্ষার ৯টি কেন্দ্র ও ভোকেশনাল পরীক্ষা  ১১ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

এ বছর  জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলায় ৪৯ হাজার ৭’শ ৫৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে জেএসসি পরীক্ষায় ৪৪ হাজার ২’শ ২১জন পরীক্ষার্থী, জেডিসি পরীক্ষায় ৩ হাজার ৮’শ ৩৬জন এবং  ভোকেশনালে ১ হাজার ৬’শ ৯৮ জন পরীক্ষার্থী।  

গত বছর নারায়ণগঞ্জ জেলা থেকে জেএসসি থেকে ৪০ হাজার ৯’শ৬৫ জন ও জেডিসিতে ৩হাজার ৫’শ ৩৭ জনসহ মোট ৪৪ হাজার ৫‘শ ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

এই বিভাগের আরো খবর