শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

পহেলা এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সকল কোচিং বন্ধ

প্রকাশিত: ২৫ মার্চ ২০১৯  

ডেস্ক রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : আসন্ন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা উপলক্ষে আগামী ১এপ্রিল থেকে ৬মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। সোমবার (২৫ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ডা. দীপু মনি বলেন, 'এইচএসসি ও সমমানের পরীক্ষায় সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখার লক্ষ্যে আগামী ১এপ্রিল থেকে ৬মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। যেহেতু আমরা বিশেষ কোন ব্যবস্থা নিতে পারছি না। তাই সকল ধরনের কোচিং থাকবে।'

 

শিক্ষামন্ত্রী আরও বলেন, 'নানা ধরনের কোচিং আছে। যেহেতু একই জায়গায় বিভিন্ন কোচিং থাকে। অনেকে অসাধু উপায়ে নিষেধাজ্ঞা সত্ত্বেও কোচিং করিয়ে থাকে। সেটি ইতোমধ্যে প্রতীয়মান হয়েছে। তাই আমরা সকল কোচিং বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।'

এই বিভাগের আরো খবর