শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নিহত ব্যবসায়ী শরীফ হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৪ মে ২০২০  

যুগের চিন্তা রিপোর্ট (যুগের চিন্তা ২৪) : ফতুল্লার দেওভোগ আদর্শনগর এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় নিহত ব্যবসায়ী শরীফ হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এলাকাবাসী।


সোমবার (৪ মে) সকালে লকডাউন উপেক্ষা করে নিহত শরীফের পরিবারের স্বজনরাসহ স্থানীয় সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ ও দুই শতাধিক নারী পুরুষ এ বিক্ষোভে অংশ নেন। 


এসময় বক্তব্য রাখেন- আদর্শনগর সমাজকল্যাণ সংসদের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন ভুইয়া নিহত শরীফের বাবা আলাল মাতবর, মা রহিমা বেগম প্রমুখ।


বক্তাদের বলেন, গত ১ এপ্রিল সন্ত্রাসী শাকিল ও লালন বাহিনী প্রকাশ্যে শরীফকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকান্ডের ঘটনায় ওইদিন রাতে নিহত শরীফের বাবা আলাল মাতবর বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সিসি টিভির ক্যামেরার ফুটেজ দেখে হত্যাকান্ডে জড়িত আসামিদের শনাক্ত করে।


বক্তারা আরও বলেন, ঘটনার দীর্ঘ এক মাস পেরিয়ে গেলেও পুলিশ আসামিদের গ্রেফতার করছে না। যার কারণে আসামিরা সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং মামলা তুলে নিতে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ অবস্থায় আতংক ও চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন নিহত শরীফের পরিবারের স্বজনরা।


নিহত শরীফ হোসেন র্দীঘ প্রায় পাচঁ বছর সৌদি আরবে ছিলেন। গত ছয় সাত মাস আগে দেশে ফিরে এসে এলাকাতেই ইলেকট্রনিক্স ও ফার্নিচারের দোকান দিয়ে ব্যবসা শুরু করে তিন মাস আগে পারিবারিকভাবে বিয়ে করেন।

এই বিভাগের আরো খবর