শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নিরাপদ নৌপথের দাবিতে ডিসিকে স্মারকলিপি

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২০  

যুগের চিন্তা ২৪ : শীতলক্ষ্যা, মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ^রী নদীর নৌপথ নিরাপদ করার দাবিতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে ‘নিরাপদ নৌ রুট চাই’ একটি অরাজনৈতিক সংগঠন। ওই সময় তারা ৬ দফা দাবি পেশ করে। গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিমউদ্দিনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। 

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আহসান উল করিম চৌধুরী বাবুল, সেক্রেটারী জেনারেল মো: সবুজ শিকদার, মো: শাহ আলম, আক্তার হোসেন, কবির হোসেন প্রমুখ। স্মারকলিপি গ্রহণকালে জেলা প্রশাসক তাদেরকে বলেন, শীঘ্রই সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে মিটিংয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যাগুলোর সমাধান করা হবে। 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, প্রাচ্যেও ডান্ডিখ্যাত নারায়ণগঞ্জের উপর দিয়ে বয়ে যাওয়া শীতলক্ষ্যা, মেঘনা, বুড়িগঙ্গা, ধলেশ^রী নদীতে প্রতিনিয়ত নৌযানের মাধ্যমে যাত্রী, খাদ্যপণ্য, জ¦ালানী তেল, গ্যাস, বালু, পাথর, কয়লাসহ বিভিন্ন ধরনের পন্য আনা নেয়ার কাজ করছে। কিন্তু নদীগুলোর উভয় তীরে গড়ে ওঠা বিভিন্ন কলকারখানা, সিমেন্ট ফ্যাক্টরী, ডকইয়ার্ডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে এলোপাথারি জাহাজ বার্থিং (নোঙ্গর) করে রাখার কারণে নদীপথগুলো সংকীর্ন হয়ে ও নাব্যতা সঙ্কট দেখা দিচ্ছে। 

পাশাপাশি নদীর বিভিন্ন স্থানে পরিত্যক্ত জাহাজগুলোর কারণেও নদীপথ সঙ্কীর্ণ হয়ে পড়ছে। এসকল কারণে প্রায়শই দুর্ঘটনার ঘটনা ঘটছে। এছাড়া নৌপথে বিভিন্ন নামে চাঁদাবাজিও হচ্ছে। একারণে সরকারের ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে। এসকল বিষয়ে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন সিমেন্ট কারখানা, ডকইয়ার্ড, নৌ পুলিশ, কোস্টগার্ডকে বারবার অভিযোগ দেয়া হলেও কোন প্রতিকার হয়নি। 

৬ দফা দাবির মধ্যে অন্যতম ৩টি দাবিগুলো হলো, শীতলক্ষ্যা নদীর বরফকল ঘাট, বাংলাঘাট, সোনাচরা ঢাকেশ^রী ঘাট বিআইডব্লিউটিসি ও পানি উন্নয়ন বোর্ডের অসংখ্য ডুবন্ত জলযান সরিয়ে নিতে হবে। বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরী, ডকইয়ার্ডসহ যেসকল প্রতিষ্ঠানের সামনে এলোপাথারি বার্থিং (নোঙ্গর) করা বন্ধ করতে হবে। আড়াইহাজারের সাহেব বাজার, রূপগঞ্জের তারাবো সুলতানা কামাল ব্রীজ থেকে কাঞ্চন পর্যন্ত বিআইডব্লিউটিএ’র ইজারার নামে চলন্ত নৌযান হতে চাঁদাবাজি বন্ধ করতে হবে।
 

এই বিভাগের আরো খবর