শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নারোতো সিটির সাথে ফ্রেন্ডশিপ চুক্তি ঐতিহাসিক পদক্ষেপ : মেয়র আইভী

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাথে জাপানের নারোতো সিটির ফ্রেন্ডশিপ চুক্তিটি একটি ঐতিহাসিক  পদক্ষেপ। এ চুক্তিতে জাপানের সাথে নারায়ণগঞ্জের যে অর্থনীতি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক যে যোগাযোগ হবে তা আমাদের নারায়ণগঞ্জের জন্য অত্যন্ত লাভজনক। একই সাথে জাপানও এখান থেকে লাভবান হবে।


বুধবার (২৯ জানুয়ারি) সকালে জাপানের নারোতো সিটি’র মেয়র মিচিহিকো ইজোমি ও তার প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি এসব কথা বলেন। এর আগে সিটি কর্পোরেশন পরিদর্শন করে জাপানের নারোতো সিটি’র মেয়র মিচিহিকো ইজোমি ও তাঁর প্রতিনিধি দল।


মেয়র আইবী জানান, নারায়ণগঞ্জের উন্নয়নে নারোতো মেয়র নানাভাবে সহযোগিতা করবেন। এই দুই সিটির মধ্যে বন্ধন বজায় থাকবে। নারায়ণগঞ্জ সিটিকে নারোতো সিটির মত সাজাতে চাই।

এই বিভাগের আরো খবর