শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নামহীন পক্ষাঘাত

প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯  

মাঝে মাঝে করোটির মধ্যিখানে এক নামহীন পক্ষাঘাত নেমে আসে,
অকস্মাৎ জীবন্ত শব্দেরা সব হাওয়ায় উধাও হয়ে যায়-
আর চেতনার পরতে পরতে জমে শতাব্দীর দুর্বিনীত ক্লেদ, 
কী যে হয়, মৃতের মতোন পড়ে থাকি বিছানায়,
পাশে স্ত্রী অঘোরে ঘুম যায়,
আর আমি মাথার ভেতরে একরাশ শূন্যতার 
দাপাদাপি নিয়ে জেগে থাকি সারারাত।

 

কিছুই হবে না জানি শেষতক,
তবু ঘোর লাগা অন্ধকারে কবিতার শব্দের সন্ধানে
আঁতিপাতি হাতড়ে হাতড়ে ফিরি-
মালার্মের মতো শব্দ ও ধ্বনির প্রতি 
বিতৃষ্ণ নির্বেদে ডুবে গিয়ে তবুও এই অফলা সময়ে
এক অন্ধ প্রত্যাশার অভিমুখে হাঁটি নিরুদ্দেশ।


আইনুল মাজেদীন