শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

না.গঞ্জ হতে ১৯টি দৈনিক ও ৭টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয়

প্রকাশিত: ৭ জুলাই ২০১৯  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ জেলা হতে সরকার অনুমোদিত ১৯টি দৈনিক পত্রিকা ও ৭টি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ। 


রবিবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার ৮৩০নং তারকা চিহ্নিত প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী মোহাম্মদ হাছান মাহমুদ এ তথ্য জানান। 


নারায়ণগঞ্জ জেলা হতে প্রকাশিত সরকার অনুমোদিত দৈনিক পত্রিকাগুলো হলো- খবরের পাতা, শীতলক্ষা, আজকের জন্মভূমি, সোজাসাপটা, দেশের আলো, সচেতন, ডান্ডিবার্তা, যুগের চিন্তা, কালের কথা, সকাল বার্তা প্রতিদিন, আজকের নীর বাংলা, নারায়ণগঞ্জের শতকথা, সচেতন প্রতিদিন, খবর প্রতিদিন, নারায়ণগঞ্জের আলো, প্রতিদিন সকাল, সময়ের নারায়ণগঞ্জ, আজকের নারায়ণগঞ্জ ও অগ্রবানী প্রতিদিন।

 
সাপ্তাহিক পত্রিকাগুলো হলো- দি নারায়ণগঞ্জ পোস্ট, মুক্ত আওয়াজ, আমাদের রূপগঞ্জ, আলোর তরী, সোনারগাঁও পরিক্রমা, অনাবিল সংবাদ ও ফেয়ার নিউজ। 
 

এই বিভাগের আরো খবর