শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নগরীর রেলওয়ের জমিতে ফের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): আবারো রেলওয়ের উদ্যোগে নগরীর ১ নং রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে প্রায় এক হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।


প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে শহরের  ঐতিহ্যবাহী মাওরা হোটেল উচ্ছেদ করতে গেলে হোটেল মালিক কর্তৃপক্ষ তারা সময় আবেদন করেন।  এ সময় তাদের তখন ২ দিনের সময় দেয়া হয় বলে জানান তারা।


উচ্ছেদ হওয়া স্থানগুলোতে জুয়া, মাদক কারবারী থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজ হত। তাদের সেই আস্তানা ভেঙ্গে দেয়াই অনেকেই স্বস্তি অনুভব করছেন।


উচ্ছেদ অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন রেলওয়ে ডেপুটি কমিশনার নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ সদর এসিল্যান্ডয়ের কাননগো ইকবাল, ১নং  রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা সহ আইনশৃঙ্খলার লোক।
 

এই বিভাগের আরো খবর