শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

দু’টি মিল পরিদর্শন করলেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

প্রকাশিত: ১৪ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টর (যুগের চিন্তা ২৪) : রূপগঞ্জে মেসার্স মাহবুব জুট টেক্সটাইল মিলস ও মেসার্স স্বর্ণালী জুট টেক্সটাইল মিলস পরিদর্শন করেছেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।


বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে রূপগঞ্জ উপজেলার বানিয়াদি কাটাখালী এলাকায় এ মিল দু’টি পরিদর্শন করেন তিনি।


পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন,‘পাট শিল্পের প্রসারে বর্তমান সরকার নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। উন্নয়ন সহযোগী পেলে পুরানো পাটকলগুলো আবারও চালু করা সম্ভব। পাটের সোনালী দিন ফিরিয়ে আনতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’


পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, মেসার্স স্বর্ণালী জুট টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, মেসার্স মাহবুব জুট টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাশফিকুর রহমান মাসুদ প্রমুখ ।

এই বিভাগের আরো খবর