শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

তিতাসে অভিযান অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৭৬ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : সিদ্ধিরগঞ্জ জালকুঁড়ি মধুগড় এলাকায় অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন এন্ড ট্রান্সমিশন কোম্পানি। 

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের নেতৃত্বে এ অভিযান চালায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে দুই হাজার ফিট অবৈধ গ্যাস পাইপ ও ২২টি রেগুলেটর জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালদের মাধ্যমে ৭৬ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার বলেন, অবৈধভাবে রাইজার থেকে গ্যাস সংযোগ নেওয়ার অপরাধে ৩২টি ফ্যামিলিকে আর্থিক জরিমানাসহ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া রাইজার উদ্ধার করা হয়েছে। 

 

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) কোম্পানির নারায়ণগঞ্জ জেনারেল অফিসের ডিজিএম মফিজুল ইসলাম, ডেপুটি ম্যানেজার শাকিল ম-ল, আল-মামুন, সহকারী প্রকৌশলী মানিক মিয়া, টেকনিশিয়ান আবুল খায়ের, শরীফ হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. এনামুল হক প্রমুখ।

এই বিভাগের আরো খবর