শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

তল্লা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালী

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : মাদককে ঘৃণা করুন, মাদকাসক্তকে নয় “চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” এ শ্লোগানে তল্লা যুব সমাজ ও এলাকাবাসীর আয়োজনে মাদক বিরোধী র্যালী অনুষ্ঠিত হয়েছে ।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে তল্লা রেল লাইন এলাকায় নাসিক ১১ নং ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টুর সার্বিক তত্ত্বাবধানে এ মাদক বিরোধী র‌্যালী বের করা হয় ।

মোঃ রাসেল ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বদরুল আলম, মোঃ মিজান, মোঃ আলী, আঃ রহমান, এড. আলাউদ্দিন , সুমন, মামুন, শাকিল, আমির, ফয়সাল, রুবেল, পারভেজ, ফয়সাল, ইব্রাহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । 

সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সমাজে প্রধান সমস্যা হলো মাদক । মাদক কারনে আমাদের তরুণ সমাজ আজ ধ্বংসের পথে । তাই আমাদেরকে মাদককে না বলতে হবে। 

তরুণ যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে।  সবাইকে সচেতন হতে হবে এবং সমাজ থেকে মাদককে মুক্ত করতে হবে। 

তারা আরও বলেন, বর্তমান তরুণ যুব সমাজ মাদকের পাশাপাশি আইপিএল  ক্রিকেট জুয়ার নেশায় পড়েছে। প্রায় দেখা যায় এই ক্রিকেট খেলা নিয়ে জুয়া খেলছে। এসকল মাদক  বা জুয়া খেলা থেকে তরুণ যুব সমাজকে রক্ষা করতে এলাকার সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে । 
 

এই বিভাগের আরো খবর