শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

ডিবি ও পুলিশের পৃথক অভিযানে ৪৩০ পিস ইয়াবাসহ আটক ৩

প্রকাশিত: ১১ জুলাই ২০১৯  

বন্দর (যুগের চিন্তা ২৪) : জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ও মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় বন্দরের বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করা হয়।


এ সময় গ্রেপ্তারকৃত ৩ মাদক ব্যবসায়ী কাছ থেকে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ৪’শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী বাদী হয়ে বন্দর থানায় পৃথক ৩টি মাদক মামলা রুজু করেছে। 


মামলাসূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি পুলিশের উপ-পরিদর্শক খোকন চন্দ্র সরকারসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ কামাল উদ্দিনের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মুকুল হোসেন মিয়ার ছেলে সুজন (২৩)কে আটক করে। 


অপর দিকে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ মিনারবাড়ি ডুমুরতলা এলাকায় অভিযান চালিয়ে ২০  পিস ইয়াবা ট্যাবলেটসহ লাঙ্গলবন্দ ত্রিবেণী এলাকার শাহাদাত মিয়ার ছেলে আমির হোসেন (৪০)কে আটক করে। 


এ ছাড়াও বন্দর ফাঁড়ি এএসআই বিরাজসহ সঙ্গীয় র্ফোস একরামপুর সিএসডি এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার সফি আহম্মেদের ছেলে রাজিব আহাম্মেদ বাপ্পী (৩১) কে আটক করে। 


আটককৃত ৩ মাদক ব্যবসায়ীকে পৃথক মাদক মামলায়  গ্রেপ্তার দেখিয়ে আদালতে  প্রেরণ করে পুলিশ।

এই বিভাগের আরো খবর