শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

জেএসসি পরীক্ষায় শ্রেয়ানের বৃত্তি লাভ

প্রকাশিত: ১৮ মে ২০১৯  

যুগের চিন্তা ২৪ : ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুল থেকে শ্রেয়ান দাস স্পন্দন বৃত্তি লাভ করেছে। সে শহরের মাসদাইরে বসবাসকারী ব্যাংক কর্মকর্তা বিমল কৃষ্ণ দাস ও শিক্ষিকা সুস্মিতা সররকারের ছেলে। 


মঙ্গলবার (১৪ মে) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এ বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।


২০১৫ সালে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনি (পিইসি) পরীক্ষায়ও আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রথমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ থেকে অংশগ্রহণ করে শ্রেয়ান মেধা বৃত্তি লাভ করেছিল। সে ২০১৮ সালে বাংলাদেশ স্কাউটস থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে।


শ্রেয়ান এ ধারাবাহিক সাফল্যের জন্য বাবা-মা এবং বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বড় হয়ে সে ডাক্তার হয়ে সমাজের বঞ্চিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায়। পাশাপাশি লেখালেখি এবং সামাজিক ও সাংস্কৃতিক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে চান। এ জন্য সে সকলের কাছে আর্শীবাদ প্রার্থনা করেছেন।

এই বিভাগের আরো খবর