শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

চিশতীয়া বাউল সমিতির শরিয়ত সরকারের মামলা প্রত্যাহারের দাবি

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২০  

সিদ্ধিরগঞ্জ (যুগের চিন্তা ২৪) : ঢাকার সাভারে একটি পালা গানের মঞ্চে রাসুল (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল শিল্পী শরিয়ত সরকারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ চিশতীয়া বাউল সমিতির নেতৃবৃন্দ।  


রোববার (১৯ জানুয়ারি) বিকালে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় সমিতির কার্যালয়ে এক মতবিনিময় সভায় সরকারের প্রতি এ দাবি জানায় সংগঠনটি।
এসময় সংগঠনের নেতারা বক্তব্যে বলেন, শরিয়ত সরকার একজন আল্লাহ ও রাসুলের ভক্ত মানুষ। সে কখনোই রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করতে পারে না। আমাদের বাউল শিল্পী গোষ্ঠীর ইতিহাস হাজার বছরের। ৭১’র মুক্তিযুদ্ধের সময় এ শিল্পীরা মুক্তিকামী যোদ্ধাদেরকে গানের মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই সরকারের কাছে আমাদের জোর দাবি, এ ব্যাপারে যেন ভালভাবে তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করে।

 

সমিতির উপদেষ্টা হাজী জালাল উদ্দিন দেওয়ানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি কাউসার দেওয়ান, সহ-সভাপতি মানিক সরকার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইমরান দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সুমন দেওয়ান, কোষাধ্যক্ষ ডা. মাসুদুল হক, দপ্তর সম্পাদক নুর নবী খন্দকার, সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন কাওয়াল, কার্যকরী সদস্য চম্পা দেওয়ান, বাউল শিল্পী শহিদ দেওয়ান, বাতেন সরকার, পাগল শহিদ সরকার, ডা. হানিফ সরকার, শিখা সরকার, ময়না সরকার, উজ্জল বয়াতী, কামাল দেওয়ান, শহর আলী চিশতী ও শাহিনুর বেগম প্রমুখ।

এই বিভাগের আরো খবর