শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

গুরুত্বপূর্ণ পয়েন্ট চাষাঢ়ায় সমাবেশ, ভোগান্তিতে পড়বে সর্বসাধারণ

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নগরীর মূল প্রাণকেন্দ্র চাষাঢ়ায় কোন সমাবেশ করলে এরপ্রভাব পুরো নগরীতে ছড়িতে পড়ে। ভোগান্তিতে পড়তে হয় সকলকে। এটি জেনেও কেন শহীদ মিনারে এই সমাবেশ এর উত্তর জানা নেই কারো। সবার প্রশ্ন, এরআগেও নগরীর ২নং রেলগেট এলাকায় সমাবেশ করেছিলো শামীম ওসমান। 

তখন রাস্তার একপাশ বন্ধ রেখে আরেকপাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু চাষাঢ়া এলাকায় করলে সেরকমটা করার কোন সুযোগ নেই। চাষাঢ়া এলাকায় কোন বড় সমাবেশ হলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, পঞ্চবটি-চাষাঢ়া রোড, চাষাঢ়া-চিটাগাংরোড সড়ক, বঙ্গবন্ধ সড়ক পুরোটাই বন্ধ হয়ে যায়।

দীর্ঘ যানজটে নাকাল হয় নগরবাসী। তাছাড়া সমাবেশের কারণে পরিবহণগুলোও ভাড়া নেন সমাবেশ আয়োজনকারীরা। ফলে অস্থায়ী পরিবহণ সংকট তৈরি হয়।  

এব্যাপারে সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) ছালেহউদ্দীন আহমেদ বলেন, ‘এধরণের বড় সমাবেশ করতে হলে তো অনুমতির প্রয়োজন হয়। অনুমতি পেলে পুলিশ সুপার আমাদের নানা ধরণের নির্দেশনা দিতেন। এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি। চাষাঢ়া শহরের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট। 

এখানে যদি বড় সমাবেশ করে তবে মানুষ তো অবশ্যই ভোগান্তিতে পড়বে। একদিকে যেমন যানবাহন সংকট থাকবে, উল্টোদিকে সমাবেশের প্রভাবে নগরীর সর্বত্র যানজট তৈরি হবে। এছাড়া ভোগান্তিতে পড়বে সর্বসাধারণ।’ 

 

এই বিভাগের আরো খবর