শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

খেলাধুলা মাদকসহ নানাবিধ অপরাধ প্রবনতাকে বিরত রাখে : লিপি ওসমান

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ একেএম শামীম ওসমানের পতিœ ও নারায়ণগঞ্জ মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি বলেছেন, শুধু লেখাপড়া এবং একাডেমিক সার্টিফিকেট একজন মানুষকে সফল মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনা। পারিপার্শিক ও পরিবেশগত জ্ঞানের প্রয়োজন গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমেই শিশু ও যুবসমাজের মাঝে সুস্থ সুন্দর মানসিকতা গড়ে উঠে। 

খেলাধুলা মাদক নেশাসহ নানাবিধ অপরাধ প্রবনতাকে বিরত রাখে। তাই বাচ্চাদের খেলাধুলাতে উৎসাহ উদ্দিপনা দিতে অভিভাবকসহ সমাজের সকলের প্রতি আহবান জানান। কারণ, বর্তমান প্রেক্ষাপটে ছেলে মেয়েরা খেলাধুলা বাদ দিয়ে কম্পিউটার ও ভিডিও গেমসের প্রতি আসক্ত হয়ে নানা রকম হতাশায় নিমজ্জিত হয়ে আতœহত্যার পথ বেছে নিচ্ছে। এই সমস্যা থেকে যুবসমাজকে রক্ষা করতে অভিভাবদেরকে তাদের সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের আজিবপুর সোনামিয়া স্টেডিয়ামে অংকুর নারায়ণগঞ্জ জেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সোনামিয়া স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির সভাপতি হাজী জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাজী আনিছুর রহমানের সার্বিক তত্বাবধানে এ অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ হাজী মতিউর রহমান মতি, ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, স্টেডিয়াম বাস্তবায়ন কমিটির কার্যকরী সভাপতি আব্দুল মতিন প্রধান, নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল, জেলা কৃষকলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হেকিম, থানা আওয়ামীলীগের সহসভাপতি মতিউর রহমান বেপারী, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক বিল্লাল হোসেন রবিন, জেলা শ্রমিকলীগের যুগ্ন সম্পাদক দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা শরিফ হোসেন ইরান ও আরমানসহ প্রমুখ।

উদ্বোধনী খেলায় মিজমিজি পশ্চিমপাড়া উচ্চ বিদ্যালয় বনাম পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্ধিতা করেন। খেলায় গোল শূন্য ড্র হয়।    
 
 

এই বিভাগের আরো খবর