শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

খালেদা জিয়ার মুক্তি ও মত প্রকাশের স্বাধীনতার দাবি খোরশেদের

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০১৯  

সংবাদ বিজ্ঞপ্তি (যুগের চিন্তা ২৪) : আজ ১৫ই সেপ্টেম্বর জাতিসংঘ কর্তৃক ঘোষিত আর্ন্তজাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশের পদদলিত গণতন্ত্র পুনুরুদ্ধারের প্রত্যাশায় দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, মত প্রকাশের স্বাধীনতা দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও নাসিক ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।


রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা জানান।


সংবাদ বিজ্ঞপ্তিতে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চলতে পারে না। এখন একক ইচ্ছার গণতন্ত্র চলছে। হামলা মামলা ও খুন গুম করে, জেলে দিয়ে গণতন্ত্র পুনুরুদ্ধারের আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।


তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও গণতন্ত্র পুনুরুদ্ধারের সংগ্রাম অব্যাহত ও আরও জোড়দার করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি বলেন, খুন-গুমের ভয় থাকলেও আল্লাহ ছাড়া কোন রক্ত চক্ষুকে পরোয়া করি না। রাজপথে ছিলাম, আছি ও আগামী দিনেও রাজপথে থাকবো। আমার জন্ম রাজপথে, মৃত্যুও হবে রাজপথে, ইনশাল্লাহ। 

এই বিভাগের আরো খবর