শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে অতিরিক্ত নিরাপত্তা জোরদার

প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : বিএনপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে দিনভর আইনশৃংখলাবাহিনীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা  জোরদার ছিলো। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর)  সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরজমিনে দেখা যায় চাষাড়া খাজা সুপার মার্কেটের সামনে সাঁজোয়াযান ও জলকামান অবস্থান দেখা যায়।


এছাড়াও শহরের গুরুত্ব পূর্ণ স্থান চাষাড়া মোড়, প্রেসক্লাবের সামনে , বালুর মাঠ, মিশন পাড়া ২নং রেল গেইট, কালিরবাজারসহ বিভিন্ন  জায়াগায় পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে।  হঠাৎ করে শহরের নিরাপত্তা জোরদার হলে সাধারন মানুষের মধ্যে আতংকের সৃষ্টি হয়। 


পুলিশের একটি সূত্রে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামালায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্রে করে যে কোনা অনাকাক্ষিত ঘটনা রোধে এই ধরনের নিরাপত্তা জোরদার করা হয়।  


এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দিলে মহানগর যুবদল নেতা কর্মীরা নগরীর প্রধান সড়কে বিক্ষোভ করতে নামলে পুলিশ নিরাপত্তা স¦ার্থে তা পন্ড করে দেয়।
 

এই বিভাগের আরো খবর