শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

কিং কোবরা আংতকে ঘারমোড়া ও চরঘারমোড়া এলাকাবাসী

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯  

বন্দর (যুগর চিন্তা ২৪) : বিষধর কিং কোবরা আতংকে ভূগছে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া ও চরঘারমোড়া এলাকাবাসী। এমন কথা জানিয়েছে উল্লেখিত এলাকার জনগন।

এ ব্যাপারে ঘারমোড়া এলাকার জনৈক হাসান মিয়া  জানিয়েছে, গত কয়েকদিন ধরে বিশাল আকৃতি বিষধর একটি সাপ চরঘারমোড়া এলাকার একটি বিলে দেখতে পাওয়া যায়। সাপ দেখে উপস্থিত অনেকে ভয় পেয়ে যায়। সাপের উপাতের কারনে চরম আতংকে রয়েছে ঘারমোড়া ও চরঘারমোড়া এলাকাবাসী। 

 তিনি আরো জানায়, সাপের বসবাসের স্থান নষ্ট হয়ে যাওয়ার কারনে বিষধর সাপ এখন মানুষের ঘরবাড়ী ও লোকালয়ে আশ্রয় নিচ্ছে। এক সময় ঘারমোড়া এলাকার হারেজ মিয়ার ছাড়া বিষধর সাপের স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি ছিল। উক্ত ছাড়ার গাছপালা কেটে নেওয়া ও খাদ্যের অভাবসহ বিভিন্ন কারনে সাপের বসবাসস্থল ভেঙ্গে পরে। এ কারনেই সাপ বসবাসের স্থান না পেয়ে সাধারন মানুষের ঘরবাড়ীতে ঢুকে পরছে। 

উল্লেখ্য, গত ১ বছর পূর্বে সাপের কামড়ে ঘারমোড়া এলাকার মৃত মরন বেপারী ছেলে  সেনিটেশন মিস্ত্রি জামাল মিয়ার মৃত্যু হয়েছে। সে সাথে আরো একজন সাপের কামড়ে মারাত্মকভাবে আহত হয়। 

এই বিভাগের আরো খবর