শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

কাউন্সিলরদের ডাকলে তারা বলেন অসুস্থ : এসপি হারুন

প্রকাশিত: ১২ মে ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ভূমিদস্যূতায় নাসিক কাউন্সিলরদের সম্পৃক্ততা উল্লেখ করে পুলিশ সুপার  মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, কাউন্সিলরা জমি দখল করছে। অনেক কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ তারা জমি দখল করছে। আমরা তাদের ডাকলে তারা বলে অসুস্থ কিংবা তাদের পাওয়া যাচ্ছেনা। সাধারণ মানুষের মধ্যে অশান্তি। সাধারণ মানুষ কোন জায়গা কিনলে ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড এলাকায় শত শত মানুষকে ভোগান্তিতে ফেলছে। মানুষ কোন বিচার পাচ্ছেনা।  

 

রোববার (১২ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন। 

 

এসপি হারুন আরো বলেন, নারায়ণগঞ্জের অনেক মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের আমরা খুঁজছি। অনেকে বক্তব্য রাখেন এই করবো, সেই করবো কিন্তু আসলে মাঠে আমরা কাউকেই পাইনা। চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীরা যে ভালো হয়ে গেছে বা পালিয়ে গেছে তা নয়, তাঁরা ওঁত পেতে আছে। নারায়ণগঞ্জে সাধারণ মানুষের মধ্যে অন্তত বিচার দেয়ার প্রবণতা শুরু হয়েছে। তারা অন্তত বিচারটা দিতে পেরেছে। আমরা অভিযোগগুলো পাচ্ছি। 

 

পুলিশ সুপার আরো বলেন, নারায়ণগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান চালনা করছি তবে নির্র্মূল করতে পারছিনা। সমাজের অনেক শ্রেণির লোক এর সাথে জড়িত রয়েছে। অনেককে আমরা আইনের আওতায় এনেছি। অনেকে জেলেও রয়েছেন। অনেকের নামও আমাদের হাতে রয়েছে। মাদকব্যবসায়ীদের ধরছি, তাদের জামিন হয়ে যাচ্ছে। 

 

জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিয়ার সভাপতিত্বে সভায় নারায়ণগঞ্জ -৬২ এর এসপিপি এস এম হাবিব ইবনে জাহান, অতিরিক্ত  জেলা  প্রশাসক সেলিম রেজা, মোহাম্মদ মাসুম বিল্লাহ,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম, র‌্যাব- ১১’র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, পিপি এড. ওয়াজেদ আলী খোকন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান  ফেরদৌস জুয়েল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। 
 

এই বিভাগের আরো খবর