শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

কাঁচপুরের ১ হাজার অসহায় পরিবারের দায়িত্ব নিলেন দুই চেয়ারম্যান 

প্রকাশিত: ২ এপ্রিল ২০২০  

সোনারগাঁও (যুগের চিন্তা ২৪) : সামাজিক দূরত্ব মেনে প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন দুই সহোদর সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবুল ওমর বাবু ও কাঁচপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ ওমর। 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুরে মোশাররফ হোসেন স্কুল এন্ড কলেজ মাঠে সামাজিক দূরত্ব মেনে অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়। ত্রাণসমাগ্রীর মধ্যে ছিল- ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল ও  ১ কেজি লবণ।

 

বাবুল ওমর বাবু বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে কোনো মানুষ না খেয়ে কষ্ট পায় না। আমরা আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আজ কাঁচপুর ইউনিয়নের ১ হাজার ছিন্নমূল ভাসমান মানুষের (যাতের কাঁচপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন) মধ্যে ত্রাণ বিতরণ করছি। যতদিন করোনাভাইরাসের কারণে মানুষ কর্মহীন হয়ে থাকবে আমরা প্রতি এক সপ্তাহ পর পর এভাবেই ত্রাণ পৌছে দিবো ইনশা আল্লাহ।   

 

মোশাররফ ওমর বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কেউ না খেয়ে থাকবে না। জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশেই আমার কাঁচপুর ইউনিয়নের ১ হাজার দরিদ্র পরিবারের মাধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। এছাড়াও আমার দলের নেতাকর্মীরা রাতে রাতে রিক্সা ভ্যানে করে কাঁচপুরের প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে পৌঁছে দিচ্ছেন। 

এই বিভাগের আরো খবর