শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

কদম রসূল সেতু নির্মাণের অগ্রগতি বিষয়ে নাসিকে আলোচনা সভা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪): নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার ৫ নম্বর গুদারাঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর কদম রসূল সেতু নির্মাণের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নাসিকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন, মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শফিকুল ইসলাম আকন্দ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম ও অন্যান্য প্রকৌশলীবৃন্দ।


এর আগে গত বছরের ৯ অক্টোবর প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় এই সেতু নির্মাণের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে ৫৭৯ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।


উল্লেখ্য, শীতলক্ষ্যা নদীর ওপর পাঁচ নম্বর ঘাট থেকে বন্দরের একরামপুর হয়ে ১৩শ ৮৫ মিটার দীর্ঘ এই সেতুটি নির্মিত হবে। প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫শ ৯০ কোটি টাকা। এর মধ্যে মূল সেতুর জন্য খরচ ধরা হয়েছে ৪শ ৩০ কোটি টাকা। বাকি ১শ ৬০ কোটি টাকা ব্যয় হবে জমি অধিগ্রহণসহ আনুসাঙ্গিক খরচে।
 

এই বিভাগের আরো খবর