শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

এমপি খোকার হস্তক্ষেপে পুনরায় চালু হলো মুজিব বর্ষের ক্ষণগণনা

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২০  

সোনারগাঁ (যুগের চিন্তা ২৪) : সোনারগাঁ উপজেলায় পাঁচ দিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা। যান্ত্রিক ত্রুটির কারণে গত বুধবার থেকে ক্ষণগণনা বন্ধ ছিলো। পরে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকার হস্তক্ষেপে সোমবার (১৭ ফেব্রয়ারি) সকালে তা পুনরায় চালু হয়। 


জানা যায়, উপজেলা পরিষদ ভবনের প্রবেশ মুখে স্থাপিত মুজিব বর্ষের ক্ষণগণনা যন্ত্রটি গত বুধবার নষ্ট হয়ে যায়। এরপর প্রশাসনের অবহেলায় পাঁচ দিন যাবত যন্ত্রটি মেরামত করা হচ্ছে না বলে খবর পেয়ে রোববার বিকালে সাংসদ লিয়াকত হোসেন খোকা উপজেলায় এসে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। পরে সোমবার সকালে যন্ত্রটি মেরামতের পর পুনরায় মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয়। 


এদিকে সোনারগাঁয়ের ইউএনও রকিবুর রহমান খানকে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়েছে।  

এই বিভাগের আরো খবর