শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

একাত্তরের মা জননী

প্রকাশিত: ১৮ মার্চ ২০১৯  

একাত্তরের মা জননী
ফেলছ কেন চোখের জল,
তোমার ছেলে দিয়ে গেছে
দীঘি ভরা জল।

একাত্তরের মা জননী
পড়োনা আর মলিন শাড়ি,
তোমার ছেলে দিয়ে গেছে
তাঁতী কারি কারি।

একাত্তরের মা জননী
করছ কেন অভিমান,
তোমার ছেলে দিয়ে গেছে
গোলা ভরা ধান।

একাত্তরের মা জননী
মুখটি কেন করছো ভার
তোমার ছেলে দিয়ে গেছে
স্বাধীনতার অহংকার।

একাত্তরের মা জননী
এবার তুমি হাসো
তোমার ছেলে নিয়ে গেছে
ভালোবাসা কত শত।

 

কাউছার আক্তার পান্না