শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

একটা শঙ্খ চিল পুষবো (প্রিয় রনজিত কুমার`কে)

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

একটা শঙ্খ চিল পুষবো
ডানার আদর আর ঝলসানো চোখের তীক্ষ্ণ
চাউনি বুক পকেটে নিয়ে ঘুরবো শহরময়।

 

সূর্যের আলোর ছটা ঠুকরে যে বোহেমিয়ান
হয়ে যায়, তার ভূত ভবিষ্যৎ পড়ে থাকে ধবধবে
নীল আসমানের ফাঁকে, গলে পড়া লালচে 
আভার ভিতর সে স্বপ্ন জমা রাখে, যেনো একজন বাজিকর।
বাজি ধরতে ধরতে নোঙ্গরে শেষ ঠাঁই নেয়।

 

বিষন্নতার ঘোরে যখন পর্ব ডুবে যায় তখন
কে আলো, কে ছায়া হিসাবের সমীকরণটা
দূরে থাকে। 
তার পোড়া চোখ শিকারি ভঙ্গিমায় নখের
আঁচড়ে পরীক্ষা করে জীবনকে, কি জানি!

 

হয়তো জাহাজের মাস্তুলে খুঁজে পাবে শতাব্দীর
রেখা, সেখানে সময় এক অপ্রতিদ্বন্দ্বী নায়ক।


মিলন মাহমুদ