শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

এ কী পাওয়া নয়

প্রকাশিত: ২৪ জুন ২০১৯  

শ্বাস-প্রশ্বাস তো দিব্যি চলছে,
এখনো থেমে যায় নি হৃদ স্পন্দন ,
এইতো অনেক, অনেক পাওয়া।

 

এখনো কী সুন্দর কথা বলি, হাসি, কাঁদি
এখানে সেখনে ঘুরে বেড়াই,
এইতো অনেক, অনেক পাওয়া। 

 

এখনো তো মনের ভিতর অনুভূতি কাজ করে
মানুষ তো, প্রাণ যতদিন থাকবে এ দেহে
ততদিন তো অনুভূতিরা আসবেই,
এত্ত অনুভূতি আমার জীবনে ? 
ভাষায় প্রকাশ করার ও এক অদ্ভুত মেধা আছে,
কবিতায়ও মাঝে মধ্যে অনুভূতিকে পারি রাখতে 
এইতো অনেক।

 

এই যে সবার দুঃখ শুনি
সবাইকে হাসাই, ভুলাই বেদনা,
আমিওতো হাসি খেলায় কিংবা অভিনয়ে
কষ্টটাকে চেঁপে রেখে বুকের বা'পাশে,
মুখ ফুলিয়ে ও বসে থাকতে পারি
প্রিয়জনদের প্রতি বড্ড অভিমানে,
তবুওতো হাসি! এইতো পাওয়া।

 


এই যে জীবনে কত শব্দ আসে
কবিতা লিখি অনেক তাদের নিয়ে,
এই যে প্রতিদিন গান গাই 
লিখে রাখি না নিজের বানানো গান
কোনো ডায়রির পাতায় কিংবা আকাশের বুকে
তবুওতো কবিতারা আসে, আসে গানেরা
এ ও কী পাওয়া নয় ? এই তো বড় পাওয়া।


নাহার রহমান নুপুর