শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ইশরাকের প্রচারণায় ভোটারদের দ্বারে দ্বারে সাখাওয়াত

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২০  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষে ৫৯ নং ওয়ার্ডে নেতাকর্মী নিয়ে গনসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে জেলা ও মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।


শনিবার (২৫ জানুয়ারি) বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নং ওয়ার্ডের কদমতলী, পূর্ব কদমতলী, মেরাজ নগর. মোহাম্মদবাগ, শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় বিএনপির মনোনীত কাউন্সিলর প্রার্থী আসলাম মোল্লাকে সাথে নিয়ে ঘুরে ঘুরে ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন এবং বিভিন্ন স্থানে পথসভা করেন।


এ সময় এড. সাখাওয়াত হোসেন খান বলেন, এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বর্তমান অবৈধ সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাই এ ভোট চোরের দলকে প্রতিহত করতে হবে। 


আগামী ১ তারিখের নির্বাচনে সকলকে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধীকার প্রয়োগ করতে হবে। মনে রাখতে হবে দেশের মানুষের অধিকার আদায় করতে গিয়ে বিএনপির চেয়ারপার্সণ ও তিনবারের সফল প্রধাণমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ মিথ্যা মামলায় কারাগারে দিন কাটাছে। 


তাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আর সে লড়াইয়ের অংশ হিসেবে আগামী ১ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেনকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
 
গনসংযোগকালে আরোও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, বিএনপি নেতা মহিউদ্দিন শিশির, জেলা যুবদলের সহ-সভাপতি পারভেজ মল্লিক, তারেকুর রহমান, আনিসুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজিব খন্দকার, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম মুসা, স্বা¯’্য বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, সদস্য সম্রাট হাসান সুজন, পলাশ প্রধান, মহানগর স্বে”ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রকিব হাসান রাজ, মহানগর তাঁতীদলের সদস্য সচিব মোঃ ইকবাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, মহানগর প্রজন্ম ৭১এর সভাপতি সুমন হাওলাদার, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ মন্টু  প্রমুখ ।
 

এই বিভাগের আরো খবর