শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ইউএনওর মুঠোফোন সিম ক্লোন করে চাঁদা দাবি

প্রকাশিত: ২৪ মার্চ ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.সোহাগ হোসেনের সরকারি মুঠোফোন  সিম নম্বর ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় শনিবার (২৩ মার্চ) রাতে উপজেলা নির্বাহী অফিসারের সিএ কবির হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সোহাগ হোসেন জানান, শনিবার দিনব্যাপী আড়াইহাজার উপজেলার বিভিন্ন স্কুলে কর্মরত ৭/৮ জন প্রধান শিক্ষকের কাছে তার সরকারি মুঠোফোন নম্বর ০১৭৬৮০৪৭১৯৪ ক্লোন করে ল্যাপটপ দেয়ার কথা বলে বিকাশের মাধ্যমে টাকা দাবি করে আসছিল। বিষয়টি কয়েকজন প্রধান শিক্ষক তাঁকে (ইউএনও) জানালে তিনি ক্লোনের বিষয়টি বুঝতে পারেন।
 
তিনি আরও জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জনানো হয়েছে। এছাড়াও সবাইকে সতর্ক করার পাশাপাশি টাকা না দেওয়ার জন্য বলা হয়েছে।
 
এব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, নির্বাহী অফিসারের সিএ কবির হোসেন বাদী হয়ে থানায় একটি জিডি দায়ের করেছেন। আমরা প্রতারক চক্রটির সদস্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।
 

এই বিভাগের আরো খবর