শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

আহবায়ক নয় ভূঁইয়াকে ভারপ্রাপ্ত সভাপতি বলে হাইয়ের সম্বোধন (ভিডিও)

প্রকাশিত: ২১ আগস্ট ২০১৯  

স্টাফ রিপোর্টার (যুগের চিন্তা ২৪) : কাউকে জানানো ব্যতিরেকে সোনারগাঁ  উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি দিয়ে বেকায়দায় পড়েছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সেক্রেটারি ভিপি বাদল। এমনকি জেলা আওয়ামী লীগের ৪০ সদস্যের স্বাক্ষর নিয়ে অভিযোগ জমা পড়ে কেন্দ্রীয় কার্যালয়ে। এনিয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জেলার নেতৃবৃন্দের সামনেই ভিপি বাদলকে ফোনে ভৎসনা করেন। সভাপতি, সেক্রেটারি ও দপ্তর সম্পাদক বিদেশ থেকে দেশে আসার পর জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে এখনো কোন কথা হয়নি প্রকাশ্যে। 

 

তবে আবারো জেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দকে না জানিয়ে জেলা আওয়ামী লীগের ব্যানারে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা আয়োজন করেন আব্দুল হাই ও ভিপি বাদল। ৭১ সদস্যের কয়েকজন উপস্থিত থাকলেও বেশিরভাগ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেননা। তবে আধিক্য ছিলো মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের। এছাড়া ছিলো ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।  

 

সভাপতির বক্তব্য দিতে এসে আব্দুল হাই হাজারো প্রশ্নের উত্তর দিয়ে দেন তার বক্তব্যের শুরুতে। গত ১৬ জুলাই সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি নিয়ে তোলপাড় এটি যেন সেটির উত্তর। বিতর্কিত সোনারগাঁ উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক করা হয়েছিলো উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শামসুল ইসলাম ভূঁইয়াকে। বক্তব্যের শুরুতে শামসুল ইসলাম ভূঁইয়াকে তিনি পূর্বের ন্যায় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.শামসুল ইসলাম ভূঁইয়া বলেই পরিচয় করিয়ে দেন। এব্যাপারে অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকেও তাৎক্ষণিক কোন প্রতিবাদ কিংবা প্রতিক্রিয়া আসেনি। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও আহবায়ক কমিটি স্থগিত করে আগের কমিটিই বহাল রাখার কথা জানিয়েছিলেন অভিযোগপত্র জমা দিতে যাওয়া জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। 

 

প্রসঙ্গত, কাউকে জানানো ব্যতিরেকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক  ১৫ জুলাই এড.শামসুল ইসলাম ভূঁইয়াকে আহবায়ক এবং  পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে যুগ্ম আহবায়ক করে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অনুমোদন দিয়ে দিয়েছেন। কমিটির বাকি সদস্যরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী ও সামসুদ্দিন খান আবু। এরপরই নিন্দার ঝড় উঠে জেলা আওয়ামীলীগের কমিটিতে। কমিটির অধিকাংশ সিনিয়র নেতারা এবিষয়ে ক্ষোভ ঝেড়েছেন। তাছাড়া ক্ষুদ্ধ প্রতিক্রিয়া আসতে থাকে সোনারগাঁ আওয়ামী লীগের নেতৃবৃন্দ থেকেও। দলের সাধারণ সম্পাদকও আহবায়ক কমিটির ঘোষণা নিয়ে ভিপি বাদলকে ভৎসনা করেন। 

 

মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুর সঞ্চালনায়  সভায় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ভিপি বাদল, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, ডা.আবু জাফর চৌধুরী বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, আইন বিষয়ক সম্পাদক মাসদুর রউফ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম,  মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক জাকিরুল আলম হেলাল, আইনবিষয়ক সম্পাদক  ও পিপি ওয়াজেদ আলী খোকন, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এড.আব্দুর রশীদ ভূঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.হাসান ফেরদৌস জুয়েল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম.সাইফুল্লাহ বাদল, সেক্রেটারি এম শওকত আলী, মহানগর কৃষকলীগের যুগ্ম সম্পাদক লিটন, মহানগর যুব মহিলা লীগের আহবায়ক সুইটি ইয়াসমিন প্রমুখ। 

এই বিভাগের আরো খবর